গোরস্থান

গোরস্থান

মোঃ আঃ কুদদূস

সুনশান নিরবতায় হাজার প্রাণ আজ
বেঁচে আছে গোরস্থানে;
হাজার বছরের কত প্রেম-ভালোবাসা
নিস্তব্ধ সমাধি শশ্মানে।
ছোট-বড়, ধনী-নির্ধন, উঁচু-নিচুর ভেদ
সব এখানে একাকার;
হারিয়ে গেছে অর্জন বর্জনের হিসাব
কেউ আর নহে কার।
মাটির বিছানায় শুয়ে গেছে দেহখানি
পরাণ দিয়েছে উড়াল;
মায়ার বাঁধন ছিঁড়ে পর হয়েছে আপন
কষ্টরা হয়েছে আড়াল।
কত যে মমতার স্মৃতি হাতরিয়ে খুঁজি
অপরিসীম মায়ার টানে;
নিরব নির্জন প্রান্তরে ঘুমিয়ে রয়েছে
মোর আপনজন আনমনে।
একদিন যারে না দেখিয়া থাকা দায়
এই জগত জীবন তরে;
গোরে ফেলে তারে ভুলিয়া গেছে মন
পৃথিবীর ধূলোপথ ধরে।
শেষ ঠিকানা ফেলে কোথায় চলেছো,
ওহে ক্ষণিকের পথিক!
একটু দাঁড়াও, আমাকেও নিয়ে চলো
তুমি যে গোরের সৈনিক।
আজিকে জুম্মাবারে, স্মরি তাদেরে
খুলিয়া এ প্রাণের দ্বার;
স্বর্গীয় বর্ণালি আলোকে উজ্জ্বল করো
গোরস্থানের সব কবর।
মহানিরবতার এই গোরে, মোরেও নিও
হৃদয় ভরা বিশ্বাসে;
অন্তিম যাত্রায় হেরি যেন হেরার রশ্মি
জীবনের শেষ নিঃশ্বাসে।

২ অাগস্ট ২০১৯
ঢাকা