বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে ময়লাআবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক সভা

স্টাফ রিপোর্টার ঃ ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা’ র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পরিবেশ ওপ্রকৃতি তার বিদ্রোহী রুপ আচরণ করেছ,যা আমাদের কর্তৃক সৃষ্টি। ডেঙ্গুর লাভা সৃষ্টি হয় পরিস্কার পানিতে।তাই আমাদের আশে পাশে যাতে জলাবদ্ধ সৃষ্টি না হয়,সেদিকে সবাই নজর দিতে হবে।শিক্ষক শিক্ষিকা তাদের বিদ্যালয়ের দিকে নজর দিবেন।আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান সম্পর্কে সচেতন হই তাহলেই এটা প্রতিরোধ করা সম্ভব।
পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম বলেন,সামাজিক সচেতনতা সৃষ্টি ও ডেঙ্গুর বংশ বিস্তার রোধে আমার লোকজন পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখবে।তিনি এ সময় সবাই কে এ সমস্যায় মোকাবিলায় এগিয়ে আসার আহবান জানান।
অন্যান্যদের মধ্যে ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম সাহিন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আকাশ বৈরাগী,পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল কাদের,যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান।
উপজেলায় বিদ্যমান বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকার অংশগ্রহণে এ সভায় ডেঙ্গু প্রতিরোধে গন সচেতনতা সৃষ্টির জন্য করনীয় বিষয় সমুহ নিয়ে আলোচনা করেন বোরহানউদ্দিন হাসপাতালের আরএমও ডাঃ মোবাশ্বের হাসান লিমন
নির্বাহী কর্মকর্তা প্রতি বৃহস্পতিবার সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক এএইচএম মোস্তফা কামাল,মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক বশির উল্যাহ,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরদাউস বেগম।