পুথিগত বিদ্যায় আমাদের সন্তানরা প্রতিযোগিতা মূলক বিশ্বে টিকতে পারবে না— ইউএনও খালেদা খাতুন

স্টাফ রিপোর্টার ঃ
বর্তমান যুগ বিশ্বায়নের যুগ। কঠিন প্রতিযোগিতার একটি যুগ।এ প্রতিযোগিতায় টিকতে হলে কেবলমাত্র পুথিগত বিদ্যাই যথেষ্ট নয়।তাই আমাদের সন্তানদের সহ শিক্ষা কার্যক্রমে অভিগম্যতার সুযোগ করে দিতে হরে।যাতে তারা যোগ্য, দক্ষ, সৃজনশীল ও মানবিক হয়ে গড়ে উঠতে পারে।তবেই টেকসই হবে দেশের উন্নয়ন, দেশ হবে উন্নত।
অভিভাবক হিসাবে এ দায়িত্ব আমাদের। তাদেরকে মানবিক মূল্যবোধে উজ্জিবিত করে মুক্তচিন্তার ধারক ও বাহক করে তুলতে হবে।শনিবার রাতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা স্থানীয় পাবলিক লাইব্রেরি ও বিজ্ঞান প্রযুক্তি ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।বিভিন্ন পেশাজীবি ও স্থানীয় সংবাদকর্মীদের অংশগ্রহণে এ সভায় তিনি কোচিং বানিজ্যের ভয়াবহতা তুলে ধরে বলেন,আজ এক শ্রেণির শিক্ষক শিক্ষাকে বানিজ্যিক পন্যে পরিনত করছেন। এ অবস্থার পরিবর্তন দরকার।মানুষ যদি তার বিবেক এর কাছে দায়বদ্ধ থাকত তাহলে বেপরোয়া হতো না।এ সময় তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সকলকে আহবান জানান। তিনি মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং, জঙ্গিবাদ ও গুজব প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে শিক্ষক,ধর্মীয় নেতা,ও স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান।এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনিল কুমার দে,সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক এএইচএম মোস্তফা কামাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ বশির উল্যাহ,শিল্পকলার সম্পাদক রাজিব রতন দে,বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশান এর সাহিত্য সম্পাদক শিশির কুমার দে প্রমুখ।