ভোলায় অপহৃত ৫ রাখাল উদ্ধার

বোরহানউদ্দিন নিউজঃ ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের কাজিরহাট খালের ভিতর থেকে অপহৃত ৫ রাখালকে উদ্ধার করেছে দৌলতখান থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে লক্ষীপুর জেলার রামগতি উপজেলা থেকে অপহরণের স্বীকার হন তারা ৷
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরের দিকে একটি ট্রলারসহ তাদেরকে উদ্ধার করা হয় ৷
উদ্ধাকৃতরা হলেন মো. আলমগীর, মো. রিপন, মো. রুবেল, মো. ইউছুফ ও নূর মোহাম্মদ নবু। এদের সকলের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেনের নেতৃত্বে এসআই মো. রিয়াজুল ইসলামসহ পুলিশের একটি টিম চরপাতা এলাকায় অভিযান চালিয়ে লক্ষীপুর জেলার রামগতি থেকে অপহরণ হওয়া পাঁচ মহিষ রাখালকে উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

অপহৃতরা জানায়, তাদেরকে সোমবার দিবাগত রাতে রামগতির একটি চর থেকে অপহরণ করে নিয়ে আসে। পরে তাদের পরিবারের কাছে মুক্তিপন দাবি করতে থাকে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, অপহৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদেরকে রামগতি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এবং দৌলতখানের সিরাজ ও রফিকসহ অপহরণকারী চক্রের কয়েক জনের বিরুদ্ধে জড়িত থাকার সন্দহে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।