হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের দেখতে গেলেন নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন

হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের দেখতে গেলেন নির্বাহী কর্মকর্তা
বোরহানউদ্দিন নিউজ ডেক্স :
মঙ্গলবার (১৩-৮-১৯) bnews24. Com পত্রিকায় বোরহানউদ্দিন উপজেলার ডেঙ্গু আক্রান্তদের নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।আজ বুধবার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা সরেজমিন পরিদর্শন করেন। তিনি ডেঙ্গু ওয়াড সহ বিভিন্ন ওয়াড পরিদর্শন করেন।রোগীদের খোঁজ খবর নেয়।কথা বলেন তাদের সাথে।পরম মমতায় হাত বুলিয়ে দেন রোগীদের।ডেঙ্গু আক্রান্তদের কে ডাক্তারের নির্দেশ মতো প্রচুর তরল খাবার খেতে বলেন। তিনি হাসপাতালের সার্বিক অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন।হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতার উপর নজর রাখার জন্য স্বাস্থ্য কর্মকর্তা কে অনুরোধ করেন।এরপর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।ডেঙ্গু সনাক্ত করনে অতিরিক্ত টাকা গ্রহণ না করার নির্দেশ দেন।এ সময় তিনি বলেন,সরকার নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত ফি নেওয়া হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি সংশ্লিষ্টদের মানবিক হওয়ার জন্য অনুরোধ করেন।পরে তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং আমাদের করনীয় বিষয় সম্পর্কে প্রচারপত্র জনগণের মাঝে বিতরণ করেন। একটি সংকটময় মুহূর্তে বোরহানউদ্দিনের জনগণের পাশে থেকে সচেতনামূলক কর্মকান্ডের জন্য বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশান কৃতজ্ঞতা প্রকাশ করছে নির্বাহী কর্মকর্তা প্রতি।