ভোলায় বিদ্যুতায়িত হয়ে দোকান শ্রমিকের মৃত্যু

বোরহানউদ্দিন নিউজ ঃ

ভোলায় বিদ্যুতায়িত হয়ে মানিক (২৪) নামে এক দোকান শ্রমিকের মৃত্যু হয়েছে ৷
রবিবার (২৫ আগস্ট) দুপুরে ভোলা সদর রোডের জাপান গ্লাস হাউজ নামে একটি ব্যাবসা প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামের মোঃ রতন মিয়ার ছেলে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মোঃ সফিউদ্দিনের মালিকানাধীন মের্সাস জাপান গ্লাস হাউজের শ্রমিক মানিক দুপুর সাড়ে ১১ টার সময় দোকানের দ্বিতীয় তলায় অবস্থিত গোডাউন থেকে এস এস পাইপ নামাচ্ছিল। এসময় অসাবধানতা বশতঃ একটি পাইপ পার্শ্ববতি বিদ্যুতের তারে গিয়ে লাগলে সে ওখানেই বিদ্যুতায়িত হয়।
স্থানিয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। ঘটনাটি শোনার পর নিহত মানিকের এলাকায় শোকের মাতম শুরু হয়।
বিষয়টি নিয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছগির মিয়ার সাথে আলাপ করলে তিনি ঘটনার সত্যতা শিকার করেন।