প্রধানমন্ত্রীর সহযোগিতার কথা মানুষকে জানাতে হবে- আলী আজম মুকুল এমপি

বিশেষ প্রতিনিধি: “বোরহানউদ্দিন উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীর পরিমাণ প্রায় ৬০,০০০ (ষাট হাজার)। এদের অনেককেই প্রশ্ন করলে উত্তর দেন অমুক মেম্বার অমুক চেয়ারম্যান আমাদের ভাতা দেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা সহজে বলেননা। ইউনিয়ন পর্যায় পর্যন্ত নৌকা প্রতীকে নির্বাচন করে আপনারা নির্বাচিত হয়েছেন, কিন্তু আপনাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আজ সাধারণ জনগণের কাছে পৌছাচ্ছেনা। আজ সমাজের বিধবা, পঙ্গু, অসহায় মানুষ নানা ধরণের সুবিধা ভোগ করলেও প্রচারণার অভাবে তারা জানতেই পারছেনা এটা কার অবদান।” আজ বোরহানউদ্দিন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির ভাষণে ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এ কথা বলেন। সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এ এলাকার উন্নয়নে কাজ করুন, আমি আপনাদের অভিভাবক হিসাবে সবসময় আপনাদের পাশে থাকব। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসারের পরিচালনায় উক্ত সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলা পর্যায়ের সকল সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।