বোরহানউদ্দিনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

বোরহানউদ্দিনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা
ভোলা প্রতিনিধি:- ভোলার বোরহানউদ্দিন পৌর শহরে আদালতের আদেশ অমান্য করে জোর পূবক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে ।
অভিযোগ জানা যায়- পৌর শহরের ৬ নং ওয়াডের হাজী আবু তাহের পন্ডিত দীঘদিন যাবত কুতুবা মৌজার জে এল নং ৪১ এস এ ৮৭, দাগ নং ২০৩৯ মোট ১৪ শতাংশ জমি ক্রয় সুত্রে মালিক হইয়া ভোগ দখল করে আসছে। কিন্তু প্রতিবেশী আজিজুল ইসলাম গং উক্ত জমি জোড় পূবক ভোগ দখলের পায়তারা চালালে আবু তাহের পন্ডিত আদালতে একটি মামলা করেন। যার নং ৯৪/১৬ ইং । মামলা চলাকালীন সময়ে আজিজুল ইসলাম ও তার ভগ্নিপতি মেজবাহউদ্দিন প্রায়ই হুমকি ধামকি দিত এবং জমি দখলের পায়তার করিত। ফলে বিষয়টি আবু তাহের আদালতকে অবহিত করে এবং গত ২৮ জুলাই উক্ত জমিতে বিবাদিরা যাতে হস্তক্ষেপ না করে এই জন্য আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত বিবাদিদের উপর স্থিতিবস্তা বজায় রাখার আদেশ দেন।আদালতের আদেশ অমান্য করে আজিজুল ইসলাম ও তার ভগ্নিপতি মেজবাহউদ্দিন ও তার সহযোগী হোসাইন সাদী সহ ৭/৮ জন একজোট হয়ে গত শনিবার সকাল ১০ টায় উক্ত ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করে। তারা উক্ত জমির টিনের বেড়া ভেঙে ফেলে এবং আবু তাহেরের ছেলে আশিক বাধা দিলে তাকে প্রান নাশের হুমকি দেয় বলে আবু তাহের অভিযোগ করেন। স্থানীয় প্রত্যক্ষদশীরা জানায় মেজবাহউদ্দিন বলে- এমপি আমার ভাই এবং প্রশাসন আমি চালাই। তার এ কথায় ভুক্তভোগী পরিবারের মাঝে আতন্ক বিরাজ করে।
এ ব্যপারে আজিজুল জানায় আমি কিছুই জানিনা আমার ভগ্নিপতি সব জানে।
তবে মেজবাহউদ্দিন মতামত জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।