একটি পেঁয়াজের দাম ৩৯ টাকা

ডেস্ক রিপোর্ট:-

রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের এক দোকানে পেঁয়াজ কিনতে এসেছিলেন ম্যাসে থাকা কয়েকজন ছাত্র। বিকেলের নাস্তায় মুড়ি মাখিয়ে খাবেন বলে তারা পেঁয়াজ কিনতে আসেন।

কিন্তু দোকানদার একটি পেঁয়াজ ডিজিটাল পাল্লায় তুলতেই তার দাম দাঁড়িয়ে গেলো ৩৯ টাকা। ওই পেঁয়াজের ওজন দেখালো ৩২৬ গ্রাম। দোকানী ১২০ টাকা কেজি দরে এই বার্মার পিয়াজ বিক্রি করছেন।

তাতক্ষণিক সেই পেঁয়াজের ছবি তুলে রেখেছেন এক ফটো সাংবাদিক। নিজের ফেসবুকে সেই ঘটনার বর্ণনাও দেন তিনি।

পেঁয়াজের ওই দাম দেখে ‘মুড়ি খাওন লাগতো না’ বলতে বলতে ছাত্ররা চলে যান বলে জানান সাহাদাত পারভেজ।

গত কয়েক সপ্তাহ ব্যাপি বেড়েই চলছে পেঁয়াজেরর দাম।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গত সপ্তাহে যেসব বাজারে দেশি পেঁয়াজের কেজি ১০০ টাকা বিক্রি হয়, সেই বাজারগুলোতে এখন দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি। আর ৯০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি।

খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারী বাজারের ব্যবসায়ীরা প্রতিনিয়ত পেঁয়াজের দাম বাড়াচ্ছেন। গত এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে তিন দফা। প্রথম দফায় কেজিতে ১০ টাকা এবং পরের দুই দফায় কেজিতে ২০ টাকা করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। এতে এক সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা।