ভোলার দৌলতখান পৌরসভার শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সোহেল মাহমুদ,
দৌলতখান পৌরসভার উদ্যোগে কোস্ট ট্রাস্ট, সিইপিআই প্রকল্পের সহযোগীতায় অদ্য ২৭ জানুয়ারী, ২০২০ সকাল ১০ ঘটিকার সময় পৌরসভার হলরুমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, সরকারি অফিসারগণ ও টিএলসিসি এর সকল সদস্যবৃন্দদের সাথে পৌরসভার “অগ্রগতি পর্যালোচনা ও প্রতিবন্ধকতা সমূহ চিহ্নিতকরণ এবং উত্তরনের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ” শীর্ষক শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কোস্ট ট্রাস্টেও সিইপিআই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি বলেন,বক্তব্যে বলেন, উন্নয়ন পরিকল্পনায় জনসাধারণকে সম্পৃক্ত করে স্থানীয় চাহিদার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্থানীয় পর্যায়ে, স্থানীয় জনগণ ও স্থানীয় প্রতিষ্ঠানসমূহের কার্যকর ভূমিকার মাধ্যমে জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অভীষ্টগুলো অর্জিত হবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেন। উপস্থিত জনপ্রতিনিধিদের পৌরসভার নিয়ম অনুযায়ী সমন্বয় সভা, ওয়ার্ড উন্নয়ন সভা, বাজেট সভা এবং বাৎসরিক কর আদায়ের উদ্যোগ নেয়ার আহবান জানান।
পৌর মেয়র মোঃ জাকির হোসেন তালুকদার বলেন, আমরা আলোচনা নয় বাস্তবে প্রয়োগ করে কাজ করতে হবে। আমরা আপনাদের সাথে নিয়ে এই মাসের শেষের দিক থেকে ট্যাক্স সংগ্রহের জন্য, লিফলেট, মাইকিং ও নোটিশ জারি করবো। সংশ্লিষ্ট কাউন্সিলদের সাথে কথা বলে ওয়ার্ড উন্নয়ন সভার আয়োজন করা হবে আগামী মাসের শুরুর দিকে। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এই সভার সমাপ্তি ঘোষনা করেন।