লালমোহনের রমাগঞ্জে বাৎসরিক কর মেলার উদ্ভোধন

জেএম.মমিন, ভোলা প্রতিনিধিঃ কর পরিশোধ করা আমাদের নাগরিক কর্তব্য । নিয়মিত কর পরিশোধ করুন, স্হানীয় উন্নয়নে অংশীদার হোন। কর দিন, উন্নয়ন প্রক্রিয়ায় স্হানীয় সরকারকে সহযোগিতা করুন। নিজে কর দিন, অন্যকে কর দিতে উৎসাহিত করুন। এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রায় চাঁদ বাজারে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ মঙ্গলবার ২৮ জানুয়ারি সকাল দশটায় লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের বাৎসরিক কর মেলার উদ্ভোধনী রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোস্ট ট্রাস্ট ও মানুষের জন্য ফাউন্ডেশন এর আয়োজন করে ৷ অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান জনাব মো: মোছলেউদ্দিন লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রমাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান জনাব আলহাজ্ব গোলাম মোস্তফা । কোস্ট ট্রস্ট সি-ইপিআই প্রকল্প থেকে উপস্হিত ছিলেন প্রোগ্রাম অফিসার জনাব মো:সেলিম মিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প সহয়তাকারী জনাব নোমান শরীফ ও মো:কামরুল আলম। সভাপতি জনাব মো: মোছলেউদ্দিন লিটন প্যানেল চেয়ারম্যান ও প্রধান অতিথি ইউনিয়ন চেয়ারম্যান জনাব মো: আলহাজ্ব গোলাম মোস্তফা কর প্রদানের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন কর প্রদানের মাধ্যমে কর আদায়ের হার বাড়লে সরকারী বরাদ্ধের পরিমান বাড়ে এবং দেশের উন্নয়ন হয়, তাই আমিও কর প্রদান করেছি আপনারাও কর প্রদান করবেন কর প্রদানের মাধ্যমে আপনি আপনার এলাকার উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে পারবেন। তাই আমরা বেশি বেশি কর দেব উন্নয়নের হিসাব নিব।