বোরহানউদ্দিনে একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বিনিউজ প্রতিবেদকঃ
যথাযথ মর্যদা,ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ এর মধ্যে দিয়ে এ বছর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে নির্বাহী কর্মকর্তার হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,স্থানীয় সংবাদকর্মীদের অংশগ্রহণে সভায় এ বছর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসায় একুশে ফেব্রুয়ারি উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।রাত ১২.০১ মিনিটে প্রশাসনের সাথে পৌরসভায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনের অংশ গ্রহন এবং সকাল ৭ টায় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন ব্যানার সহ শিক্ষার্থীদের নিয়ে উপজেলা চত্বর থেকে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে শেষ হবে। পরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।বাদ মাগরিব উপজেলা শিল্পকলার তত্বাবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে বৈঠক সূত্রে জানা যায়। এ সময় প্রধান অতিথি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে স্বার্থক করার আহবান জানান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা আ’ লীগ সভাপতি জসিমউদদীন হায়দার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সোহেল হোসেন,বোরহানউদ্দিনে কর্মরত সংবাদকর্মীবৃন্দ।