চর থেকে বালুকাটার অপরাধে ৬লাখ টাকা জরিমানা

বোরহানউদ্দিন(ভোলা) সংবাদদাতা ঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরলতিফ এলাকা থেকে অবৈধভাবে বালু কাটার অপরাধে রবিবার বিকালে ৪ জনকে আটক করে স্থানীয় প্রশাসন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ৬ লাখ টাকা জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গংগাপুর ইউনিয়ন সংলগ্ন চরলতিফ এলাকা থেকে একটি মহল অবৈধভাবে বালু কেটে আসছিল।রবিবার দুপুরে স্থানীয় থানা পুলিশ নির্বাহী কর্মকর্তার নিদ্দেশে অভিযান চালায়।অভিযানে মোশারেফ,জাহিরুল,হাসিব ও আলাউদ্দিন মাতাব্বর নামক ৪ জনকে আটক করা হয়। পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আইনে মোশারেফ ও আলমগীর মাতা্ব্বর কে ১লাখ, এবং জাহিরুল এবং হাসিব কে ২ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেন।
নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে,অভিযান অব্যাহত থাকবে বলে জানান।