অভয়াশ্রমে মাছ শিকার ৭ জেলে আটক

ভোলা প্রতিনিধি ঃ
সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া অভয়াশ্রমে মাছ শিকারের অপরাধে ৭ ছেলেকে আটক করা হয়েছে। উপজেলা প্রশাসন, স্থানীয় মৎস্য অধিদপ্তর,ও পুলিশের কম্বাইন্ড সকাল- সন্ধ্যার অভিযানে জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেদের বুধবার রাত সাড়ে ১০ বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,এফ,এম নাজমুল সালেহীন জানান,মার্চ- এপ্রিল দুই মাস ভোলার মেঘনা- তেতুলিয়া নদীর অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেন সরকার। নিষেধাজ্ঞা কালীন মৎস্য সম্পদ রক্ষার্থে তারা বুধবার তেতুলিয়ায় দিন ব্যাপী অভিযান পরিচালনা করেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেতুলিয়ার অভয়াশ্রমে মাছ শিকারের অপরাধে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ এলাকার কাদের আকন্দ এর ছেলে এনামুল আকন(১৯) ও একই এলাকার আকবর মজম এর ছেলে যুবায়ের (১২), বোরহানউদ্দিন উপজেলার সাচনা ইউনিয়নের সিরাজ এর ছেলে মিরাজ(২৩), জসিম এর ছেলে সাব্বির (১২) সিরাজ মাঝির ছেলে সুলাইমান ও গংগাপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে বাবুল(৫৫) কে আটক করা হয়।
পরে বুধবার রাত সাড়ে ১০ টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মোঃ বশির গাজী ,গংগাপুর ইউনিয়নের আবুল কালাম এর ছেলে শাকিল কে এক বছর , এবং বাবুল এনামুল আকন, মিরাজ প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেন।অন্যদের বয়স কম হওয়ায়
তাদেরকে সর্তক করে মুক্তি দেওয়া হয়।

০১৭১৫৯৫১৬০০
তাং ৫-৩-২০