বোরহানউদ্দিনে ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণকাজ শুরু

 

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ভূমি অফিস ভবণ এর নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার সকালে কুতুবা ইউনিয়নের রানীগঞ্জ বাজারের পূর্বপাশে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে লেআউট  শুরু করেন উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও সংশ্রিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান।

বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন জানান,সমগ্র দেশের শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের আওতায় এ উপজেলার ওই অফিসটির কাজ শুরু হয়। যার প্রাক্কলিত অর্থ ৮৩ লাখ ৫০ হাজার টাকা।

কুতুবা ইউনিয়নের ভূমি অফিসে কর্মরত  অফিস স্টাফরা জানান,আগে ইউনিয়ন পরিষদের ঘরটি ছিল টিনের তৈরী।বর্ষাকালে টিনদিয়ে পানি পড়ে প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে যাওযার সম্ভাবনা ছিল।তারপরও ভবন থাকত অরক্ষিত।আধুনিক ভূমি অফিস নির্মাণের ফলে সেই সমস্যা দুর হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান,ইউনিয়ন পর্যায়ে আধুনিক ভূমি অফিস নির্মানের ফলে ভূমি মালিকগন দ্রুত সেবা সুবিদা পাবে।অন্যদিকে ভূমি সেবা জনগনের দোড়গোড়ায় পৌছবে।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন,উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন,