নিষেধাজ্ঞা অমান্য করায় গণপরিবহন চালক কে জরিমানা

বিনিউজ প্রতিবেদকঃ
ভোলায় বোরহানউদ্দিন উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণপরিবহন চালনার কারণে চালক কুট্টি সহ গাড়িটি আটক করেন স্থানীয় থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই চালককে ২০ হাজার টাকা জরিমানা করেন।
বোরহানউদ্দিন থানার এসআই রেজাউল জানান,প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক দুরত্ব বন্ধ রাখার জন্য সরকার সকল রকম গণপরিবহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেন। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে সীমান্ত সুপার সার্ভিস (ঢাকা মেট্রো ব- ১১-৩৭৭৪) গাড়িটি চট্টগ্রাম যাচ্ছিল। এমন সংবাদে বোরহানউদ্দিন থানার একটি টহল টিম বুধবার সকালে দক্ষিন বাসস্ট্যান্ডে গাড়িটি সহ চালক কুট্টি কে আটক করেন।
দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোঃ বশির গাজী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালক কুট্টি কে ২০ হাজার টাকা জরিমানা করেন।অপর অভিযানে নিজাম নামক এক মোটরসাইকেল চালক কে ১ হাজার টাকা জরিমানা করেন।
একই কর্মকর্তা জানান অভিযান অব্যাহত থাকবে।