করোনার ভয়ে পালাচ্ছে রোগি

রোগিশূন্য বোরহানউদ্দিন হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ড

বিনিউজ প্রতিবেদক ঃ
বৃহস্পতিবার । সকাল ৯.২২। স্বজন হয়ে রোগি নিয়ে হাসপাতালের সামনে গেলাম।কিছুক্ষন পর রোগি প্রস্থান। ভাবলাম করোনা পরিস্থিতি হাসপাতালের অবস্থা দেখে যাই।নিচ তলায় ঢুকতেই দেখলাম জরুরী বিভাগের কয়েকজন রোগি আছেন।পুরাতন ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখি মহিলা ও শিশু ওয়ার্ড জনশূন্য। কর্তব্যরত নার্সের সাথে আলাপকালে জানলাম পুরুষ ওয়ার্ডের একই অবস্থা।তবে মহিলা ওয়ার্ডের গিয়ে ২/৩জনে রোগি পেলাম।একজন জানালেন,সকাল বেলা কয়েকজনকে ক্যানোলা সহ চলে যেতে দেখা যায়।
নার্সিং ইনচার্জ শাম্মি আকতার জানান,করোনা ভয় অনেকের মধ্যে কাজ করছে।অনেকে আবার না বলেই চলে যান।তিনি এ সময় পুরুষ ও শিশু ওয়ার্ড রোগি শূন্য জানিয়ে বলেন,মহিলা ওয়ার্ডে ভর্তিকৃত রোগির সংখ্যা ৪ জন।
জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ তারেক জানান,করোনা ভয়ে রোগির সংখ্যা কম।ডাক্তারদের জন্য পিপিই আসছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,মাত্র ১৫টি এসেছে।যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। চাহিদা ৬শত বলে তিনি জানান।