নিষেধাজ্ঞা অমান্য করায় জরিমানা ও ১০০ পরিবারকে ত্রাণ বিতরণ

বিনিউজ প্রতিবেদকঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১১ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী। অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমন রোধে গৃহে অবস্থানকারি কর্মহীণ নিন্ম আয়ের ১০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন মঙ্গলবার নৌবাহিনীর সহায়তায় দিনব্যাপী ওই কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বশির গাজী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রী স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল স্যার নির্দেশনায় উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া বাজার, হাসাননগন ইউনিয়নের হাকিমুদ্দিন ও খাসমহল বাজার সংলগ্ন এলাকার ১০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

বিতরণ শেষে নিষেধাজ্ঞা অমান্য করে বোরহানউদ্দিন পৌর বাজার , জয়া বাজার, হাকিমুদ্দিন বাজারে দোকান-পাট খোলায় ওই দোকানীদের বিরুদ্ধে নৌবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ১১ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, অভিযান পরিচালনার সময় ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।