করোনা পরিস্থিতি ঃ বোরহানউদ্দিনে  ১০ জনের অর্থদন্ড

 

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অযথা বাজারে অবস্থান, সামাজিক দুরত্ব রক্ষা না করা, সরকারি নির্দেশনা অমান্য করায় ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার  সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন।

এ কর্মকর্তা জানান, মরণঘাতি করোনা পরিস্থিতিতে ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই করোনা প্রতিরোধ,অযথা বাজারে ঘুরাঘুরি, সামাজিক নিরাপত্তা রক্ষায় সরকার জন চলাচল ও বিনা প্রয়োজনে বাহির হওয়ার উপর বিধি নিষেধ আরোপ করেন। মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বাজারে অভিযান করা হয়। এ সময় সামাজিক দুরত্ব রক্ষা না করা ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় জসিম,আতাউর,তছলিম, হাসানকে ১০০০ টাকা,পারভেজ, সোহাগ,কবির, হাসান,নিরব কে ৫০০ টাকা করে এবং শাহে আলমকে ২০০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।