গ্রামের বিভিন্ন হাট-বাজারে ঘুরছে জনতা

গ্রামের বিভিন্ন হাট-বাজারে চলেছে করোনা উৎসব

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার স্থানীয় বাজার গুলোতে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে চলছে করোনা উৎসব ৷ বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারন করলেও কেউ তোয়াক্কা করছেনা কোনো নিয়মনীতির ৷ উপজেলার দেউলা ও সাচড়া ইউনিয়নের বেশ কয়েকটি বাজার যেমনঃ দরুন বাজার, আকবর ভিটা, কাচারী হাট, সোনা বাজার, মজম বাজার, তালুকদার হাট, শান্তির হাটসহ বিভিন্ন বাজার ঘুড়ে দেখাযায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ঔষধের ফার্মেসি নিদ্দিষ্ট সময়ে খোলা রাখার সরকারি নির্দেশ থাকলেও তা মানছেন না কেউ ৷ বাজার সমূহের চায়ের দোকান, হোটেল সমূহে চলছে ঈদের আমেজ ৷ দিন শেষে সন্ধ্যার পর বাজারের দোকান গুলোতে ভীড় করছে সাধারণ ক্রেতারা ৷ বাজারে আসা স্থানীয়দের কয়েকজনের সাথে কথা বলে জানাযায়, বিভিন্ন সময়ে প্রশাসন বাজার গুলোতে আসে ৷ তখন দোকানদাররা তাদেরকে দেখা মাত্রই দোকান পাট বন্ধ করে রাখে ৷ তারা চলেগেলে পূনরায় আবার খুলে বসে ৷ ইতিমধ্যে বাংলাদেশে দিন দিন বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা ৷ তাই সরকার নানা ধরনের পদক্ষেপ নিলেও গ্রাম অঞ্চলের কেউ তা মেনে চলেনা ৷ এজন্য অনেক ঝুকির মধ্যে রয়েছে এসব অঞ্চলের মানুষ ৷ অন্যদিকে, গ্রামের অলি গলিতে অবস্থিত চায়ের দোকান সমূহে জমে উঠে চা, পান আর সিগারেটের আড্ডা ৷ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকলে নিজ বাসায় অবস্থানের কথা বললেও সকলে চলাফেরা করছে আগের মতোই ৷ তাই এই মূহুর্তে গ্রামের বাজার গুলো ও চায়ের দোকান সমূহে প্রশাসনের তৎপরতা বাড়াতে বলছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা ৷ উল্লেখ্য, ছবি গুলো শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় দুটি বাজার থেকে তোলা হয়েছে ৷