অসহায়ত্ব-দলিল || মোহাম্মদ মাসুদ

অসহায়ত্ব-দলিল
মোহাম্মদ মাসুদ

পৃথিবীর বুকে মহামারী আসে—
কোভিড-১৯-ও এসেছে।
এক মহাপ্রলয় হয়ে।
পৃথিবীর বুকে এক নতুন পাঠশালা খুলে বসেছে।
সকলকিছু ভিন্ন সমীকরণে বুঝাতে।

সামাজিক-মানবিক সকল হিসেব
চূর্ণবিচূর্ণ করে দিয়েছে।
ভ্রাতৃত্ব-আত্মীয় সকল সম্পর্ক এক দাবানলে পুড়ছে।
প্রেমিক-প্রেমিকার ঠোঁট অনির্দিষ্ট দেয়ালে
বিষাদের আলপনা এঁকে চলেছে ।
শিক্ষার্থীর প্রিয় বেঞ্চে বাসা বাঁধছে হাইওয়ের ধুলো।

এর ভেতরও প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়।
সমুদ্রের তীরে আধিপত্যের বিজয়-জয়ন্তী
স্থাপন করে- ডলফিনের উচ্ছ্বাস।
সাগরলতা-কাঁকড়ার স্নিগ্ধ বৃষ্টিতে
ভিজতে থাকে সৈকতের তপ্ত বালু।

পৃথিবী আমাদের অসহায়ের খাঁচায়
বন্ধি করে বাঁচিয়ে রাখে, বাঁচিয়ে রাখতে চায়।