নজিম মিয়া।। মোঃ আঃ কুদদূস

নজিম মিয়া
মোঃ আঃ কুদদূস
==================================
মোদের দেশটা না-কি ভরে গেছে চোরে
চাল চোর ডাল চোর তেল চোর ঘোরে
আমরা সবাই চিনি — চোরদের ডেরা
সই মুখ বুজে, করি না-কো চোখ টেরা।

করোনার আক্রমণে কাঁপে পুরো দেশ
কর্ম নাই তাই তো বেকার ছদ্মবেশ
চাল নাই ডাল নাই তেল নাই ঘরে,
এভাবে কেমনে জীবন ধারণ করে?

সরকার পাঠালো ত্রাণ — অভাবীর ঘরে
কতিপয় চোর সে ত্রাণে গুদাম ভরে
এদের কেউ চেয়ারম্যান বা মেম্বর,
রাখে ত্রাণ — খাট, পুকুর, মাটির ভিতর।

এদের ব্যতিক্রম এক নজিম মিয়া
জীবনটা চলে তাহার ভিক্ষা করিয়া
জাতির দুর্দিন শুনে — কাঁপে তার মন
জমানো অর্থে দিবে দান, করে সে পণ।

সারাদিন ভিক্ষা করে, নাই তার ঘর,
ইচ্ছা তার, তুলবে ঘর জমির ‘পর
তিনবছরে তাই জমে — দশ হাজার,
ভাবেন, এ টাকা হোক ক্ষুধায় আহার।

অবশেষে ইউএনওকে কাছে পেয়ে,
সাধ মিটালেন — সব টাকা তুলে দিয়ে,
জাতির দুর্দিনে তিনি দেখালেন পথ
দাঁড়ালেন সব দিয়ে — যা ছিল সম্পদ।

কহিলেন, ‘সত্তরোর্ধ্ব আমি একজন,
আর কয়দিন বা টিকবে এ জীবন
কী আর হবে তুলে এই নতুন ঘর!
দুর্দিনে শুনি আজ — ক্ষুধায় মরমর।’

নাজিম মিয়ার দানের খবর শুনে —
সরকার প্রধান স্বয়ং অবাক বনে;
খোঁজ নিয়ে জানলেন, উনি ভিত্তহীন,
বললেন, ‘খাস জমিতে ঘর করে দিন।’

নজিম মিয়া পেলেন — জমি আর ঘর,
রেখে গেলেন দৃষ্টান্ত, এ বিশ্বের ‘পর
কত যে উদার, কত যে মহান তিনি!
সত্তর বছরেও তাকে মোরা না চিনি।

যারা সরকারি সাহায্য করেছে চুরি
নিঃস্বের সাথে করে — নানা ছলচাতুরি
নজিম মিয়ার কাছ হতে নাও শিক্ষা,
নাও এ ক্রান্তিকালে দেশপ্রেমের দীক্ষা।

২৩ এপ্রিল ২০২০
ঢাকা
=================================