বোরহানউদ্দিনে গ্রাম পুলিশের মাঝে খাদ্যশষ্য ও এতিমখানায় খেজুঁর বিতরণ

মনিরুজ্জামান,বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৯ ইউনিয়নের গ্রাম পুলিশ ও এতিমখানায় খেঁজুর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার মুক্তমঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল উল্লেখিতদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত এ সমস্ত উপহার সামগ্রী তুলে দেন।এ সময় তিনি বলেন,বৈশ্বিক এ দূর্যোগে মানুষ যাতে খাদ্য কষ্ট না পায় সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের জনগনের মাঝে এ সমস্ত খাদ্য সামগ্রী বরাদ্ধ করেন।তিনি আরও বলেন, যারা লাইনে এসে দাড়াতে না পারেন,তারা হটলাইনে ফোন কিংবা এসএমএস দিবেন খাদ্য সামগ্রী আপনার বাড়িতে পোঁছে যাবে।এ সময় তিনি সকলকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃবশির গাজী বলেন,বোরহানউদ্দিন উপজেলার ৯ ইউনিয়নের ৮১ জন গ্রাম পুলিশের মাঝে ৩০ কেজি করে চাল,৩কেজি আলু ও সাবান বিতরণ করা হয়। অন্যদিকে ৯টি এতিমখানায় ৪কেজি করে ৩৬ কেজি খেঁজুর এতিমদের মাঝে বিরতরণ করা হয়েছে।
বিতরন কালে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন,ঢাবির সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক তৈয়ব আলী।