ভোলার বিশেষ ব্যাক্তিত্ব সাংবাদিক আফসার উদ্দিন বাবুল’র মৃত্যু; সর্ব মহলে শোক

 

স্টাফ রিপোর্টারঃ
ভোলার সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও দৈনিক ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাালিল্লাহি…… রাজিউন)।
শুক্রবার রাতে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মারা যান ৷ দীর্ঘদিন যাবত তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ওই হাসপাতালটিতে ভর্তি ছিলেন ৷ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্ব মহলে ৷
তার কৃতিত্ব ছিল অসংখ্য তার মধ্যে ভোলার শিল্পকলার বার বার নির্বাচিত সম্পাদক, ভোলার আদালতের সিনিয়র এ্যডভোকেট, ভোলার সাংবাদিক নেতা, ভোলার রাজনিতির মানুষদের আপনজন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সর্বপরি ভোলার শিক্ষা প্রতিষ্ঠান ও ভোলার ছাত্র ছাত্রীদের প্রিয় শিক্ষক মৌলভীর হাট হোসাইনিয়া ডিগ্রী মডেল মাদ্রাসার অধ্যাপক ও বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল। এই শিশুসুলভ মানুষটি চির চেনা ভোলার প্রতিটি মানুষকে বিনোদনের মাধ্যমে শত প্রতিকুলতার মধ্যেও সতেজ করে রাখতেন ৷
কলামিষ্ট, সাংবাদিক, শিক্ষাবিদ সর্বপরি একজন সংস্কৃতিক ব্যক্তিত্ব অফসার উদ্দিন বাবুলের মৃত্যুতে ভোলার রাজনৈতিক পেশাজীবী ও সামাজিক সংঘঠনের নেতাদের সাথে “বোরহানউদ্দিন নিউজ” পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এমন একজন মানুষকে হারিয়ে শোকে কাতর সকলে ৷