দৌলতখানে একইদিনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার

ভোলার দৌলতখানে পৃথক স্থানে একইদিনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে ৷
রবিবার (৩১ মে) দুপুরে পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে ভোলা সদরের বাপ্তা গ্রামের মো. সুমনের দেড় বছর বসয়ী ছেলে আরাবি ও চর খলিফা গ্রামের আলামিনের দুই বছরের ছেলে হাবিব পৃথকভাবে পুকুরে ডুবে মারা যায় ৷
জানা যায়, দুই বছরের শিশু আরাবী ৩ মাস আগে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির নানার ঘরে বেড়াতে আসেন। ঘটনার দিন বেলা ১১ টায় আরাবীর মা রিনা পাশ্ববর্তী ঘরে যায়। এ সময় শিশু আরাবী ঘর থেকে খেলতে বের হলে সকলের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধারের পর দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আরাবী ভোলার বাপ্তা ইউনিয়নের সুমনের ছেলে।

অপরদিকে সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আল আমীনের দেড় বছরের ছেলে হাবিব সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুজির পর তাকে পানি থেকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষণা করে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেন।