লালমোহনে অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টারঃ
ভোলার লালমোহন উত্তর বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডে কমপক্ষে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পড়ে ছাই হয়েছে। যাতে প্রায় ১ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ৷
শুক্রবার (১৯ জুন) রাত অনুমানিক ৯টার দিকে উত্তর বাজারের কাঁচা বাজার ও কসাই পট্টি রোডে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে কসাই কামালের ছেলে জসিমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পাশ্ববর্তী উপজেলা চরফ্যাশন ও বোরহানউদ্দিন থেকে ফায়ার সার্ভিস ও থানা প্রশাসনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে চা দোকান, পোল্ট্রি দোকান, কাঁচা মালের আড়ৎ, কুমারের দোকান, ফার্মেসি, গোস্তের দোকানসহ ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় কোটি টাকার ওপর ক্ষতি হয়েছে ব্যবসায়ীরা জানান।
এদিকে লালমোহন উত্তর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষণিক ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করে সকলকে ধৈর্য ধারণের আহবান জানান।