বোরহানউদ্দিনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শিশির কুমার দেঃ
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় বোরহানউদ্দিনে ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও বনবিভাগ আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী।
এ বছর মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বোরহানউদ্দিনের ৯ ইউনিয়ন ও পৌরসভায় ২০ হাজার ৩ শত ২৫ টি বনজ,ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে এ তথ্য বন বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোকতাদির বিল্লাহ।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী উপজেলা শিল্পকলা একাডেমির চত্বরে সকাল ১১ ঘটিকায় চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপজেলার মুক্তমঞ্চে চারা বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আহসান,সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার আহমেদ উল্লাহ,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,বোরহানউদ্দিন জার্নালিষ্ট এসোসিয়েশনের সম্পাদক প্রভাষক মনিরুজ্জামান, গোলাম মাহমুদ শাওন,শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম স্থানীয় বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।