মৎস্য সংকট কমাতে উৎপাদন বৃদ্ধি করতে হবে-এমপি শাওন

স্টাফ রিপোর্টারঃ
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে করোনাকালীন সময়ে মৎস্য সংকট কমাতে মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাকালীন সংকট মোকাবেলায় সারাদেশে পুকুর ও ডোবায় মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।
সোমবার সকালে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা পরিষদ আয়োজিত ২০টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি-২০২০ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিমন, পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন। লালমোহন উপজেলা কমপ্লেক্স পুকুর, থানার পুকুর, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পুকুর ও তজুমদ্দিন উপজেলাসহ ২০টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেণ, আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।