চরফ্যাসনে সড়ক দূর্ঘটনায় অটো চালক নিহত, আহত- ৫

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধিঃ
চরফ্যাসন-ভোলা সড়কের কাইমুদ্দিন মোড় নামক স্থানে মঙ্গলবার দুপুরে অটো (বোরাক) ও তেলবাহী লরির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোর চালক দিদার (৩৪) নিহত হয়েছেন। দূর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের চরফ্যাসন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অটো চালককে মৃত ঘোষনা করেন। নিহত চালক আছলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের বশির উল্যাহ মিস্ত্রির ছেলে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

এঘটনায় আহত হয়েছেন অটোর ৫ যাত্রী। আহতরা হলেন মনির, রাজু, মো. জাবের, জুয়েল ও কনিকা। আহতদের মধ্যে গুরুতর আহত মনির ও কনিকাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাহিদ জানিয়েছেন।
জানা গেছে, মেঘনা নামের তেলবাহী লড়িটি চরফ্যাসন থেকে ভোলার দিকে যাচ্ছিল। এসময় চালকের আসনে ছিলো লড়িটির হেলপার জাবেদ । ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে চরফ্যাসনগামী যাত্রী বাহী অটোটিকে চাপা দিয়ে লরিটি রাস্তার পাশে পানি ভর্তি ডোবায় পড়ে উল্টে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা মৃত অটো চালকসহ আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
চরফ্যাসন থানার ওসি মো.মনির হোসেন মিয়া জানান, তেলের লরিটি পুলিশ হেফাজতে আছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।