বোরহানউদ্দিনে মা ইলিশ শিকারের অপরাধে ৪ জেলের জেল -জরিমানা

মনিরুজ্জামান ,

ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে
তেতুলিয়া নদীতে ইলিশ আহরণের অপরাধে ৪ জেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সাইফুল ,মোঃ সোহাগ, বিপ্লব ,সোহাগ। এদের সকলের বাড়ি বাউফলের কালাইয়া উপজেলায়।

বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এ ,এফ, এম নাজমুস সালেহীন জানান, বৃহস্পতিবার দিনব্যাপী সহকারী কমিশনার ভূমি, মৎস্য অধিদপ্তর বোরহানউদ্দিন ও থানা পুলিশের একটি দল তেতুলিয়া নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন । অভিযান পরিচালনাকারী দলটি সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ আরোহণের অভিযোগে চার জেলেকে আটক করেন। আটককৃতরা হলেন সাইফুল মোঃ সোহাগ সোহাগ ও বিপ্লব। এ সময় তারা ১০ কেজি মা ইলিশ ও একটি নৌকা জব্দ করেন।
সন্ধ্যায় সহকারী কমিশনার( ভূমি )শোয়াইব আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত সাইফুল মোঃ সোহাগ সোহাগ কে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং বিপ্লবকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত ইলিশ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।