বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে ভোট গণনার অনিয়মের অভিযোগে কাউন্সিলর প্রার্থীর সংবাদ সম্মেলন।

বোরহানউদ্দিন (ভোলা )প্রতিনিধি:
সদ্যসমাপ্ত ভোলার বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে ভোট গণনায় নানা অনিয়মের অভিযোগ তোলেন এক কাউন্সিলর প্রার্থী।
পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: আবুল কাশেম এসব অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার আবেদন জানান সংশ্লিষ্টদের প্রতি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি পাঞ্জাবি মার্কার একজন প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করি।
ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো একটি রুমে রেখে প্রিজাইডিং অফিসার ও উট মার্কার প্রার্থী সালাউদ্দিন উদ্দিন পঞ্চায়েত সহ এক ঘন্টা ওই রুমে অবস্থান করেন। আমরা ওখানে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হই।
ভোট গণনার সময় উটপাখির বান্ডিলে ১০০ পরিবর্তে ৮০ টি এবং আমার পাঞ্জাবী মার্কার বান্ডিলে ১০০ পরিবর্তে ১২০ টি ব্যালট রাখা হয়। বিষয়টি নিয়ে আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করলে প্রিজাইডিং অফিসার তা আমলে নেয়নি। উল্টো আমাদেরকে ধমক দিয়ে তিনি থামিয়ে দেন। অন্যথায় আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুমকি দেন।
আমার এজেন্ট দ্বিতীয়বার ভোট গণনার অনুরোধ জানালে তাকে জোরপূর্বক ভোট গণনার রুম থেকে বের করে দেওয়া হয়।
উটপাখি মার্কার প্রায় ৩৬ টি ব্যালটে ডাবল সিল থাকলোও প্রিজাইডিং অফিসার রহস্যজনক কারণে তা বৈধ ঘোষণা করেন। পক্ষান্তরে আমার ৭০ টি ভোট অবৈধ দেখান।
এমনকি কেন্দ্রের ফলাফল ঘোষণা ও প্রতিযোগী প্রার্থীদের ফলাফল শিট না দিয়ে প্রিজাইডিং অফিসার কন্ট্রোল রুমে চলে আসেন। এসব
অনিয়মের মাধ্যমে আমার সুনিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়।