বোরহানউদ্দিনে ৭ জেলের জেল -জরিমানা

মনিরুজ্জামান

ভোলার বোরহানউদ্দিনে মেঘনার অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করেছেন অভিযান পরিচালনাকারী টিম।
রবিবার (৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মেঘনা নদীতে ওই অভিযান পরিচালন করা হয়েছে ৷ এ সময় জাল, মাছ সহ নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ আব্দুল মালেক, মোঃ নুরনবী, মোঃ হানিফ, মোঃ নবাব, আব্দুল মালেক, মোঃ জায়েদ এবং মোঃ আলমগির ৷ তারা সবাই পার্শ্ববর্তী দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বাসিন্দা।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো সাইফুর রহমান মাধ্যমে আটককৃত আব্দুল মালেক, নুরনবী, হানিফ, আব্দুল মালেক, মোঃ আলমগিরকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ নবাব ও মোঃ জায়েদকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
জব্দকৃত চালগুলো আগুনে বিনষ্ট করা হয়। আটককৃত মাছ স্থানীয় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান, নিষেধাজ্ঞা কালীন সময়ে অভয়াশ্রম নিশ্চিতকরণে অভিযান অব্যাহত থাকবে।তিনি আরো জানান আটককৃত ইঞ্জিনচালিত নৌকা গুলো প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।
এছাড়া আজকের অভিযানে জব্দকৃত ১ টি নৌকা ও পূর্বের ২ টি সহ ৩ টি নৌকা নিলামের মাধ্যমে বিক্রি করা হয় ৷