বোরহানউদ্দিনে যৌতুকের দাবীতে বিজিপির সদস্যের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

বোরহানউদ্দিনে যৌতুকের দাবীতে বিজিপির সদস্যের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ
হারুন আর রশিদ ও এইচ,এম এরশাদ

ভোলার বোরহানউদ্দিনে যৌতুকলোভী স্বামী বিজিপি সদস্য আল আমিনের বিরুদ্ধে অন্তসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।মেয়ের বাবা জাহাঙ্গীর আলম মাষ্টার ব জীবনের নিরাপত্তা ও স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিকারে বোরহানউদ্দিন থানায় বুধবার একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,অভিযুক্ত স্বামী আল আমিন বাংলাদেশ বিজিপিতে কর্মরত।তার সাথে লালমোহন উপজেলার দেবীরচর ইউনিয়নের বগিরচর এলাকার জাহাঙ্গীর আলম মাষ্টারের কন্যা মহিমা খানম এর সাথে ৩ বছর আগে বিয়ে হয়।বিয়ের পর থেকেই আল আমিন ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তার মেয়েকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করত।মেয়ের সুখের কথা চিন্তা করে তাদেরকে পর্যায়ক্রমে ৭ লাখ টাকা প্রদান বাবা।দিনাজপুর ফুলবাড়িয়া বিজিপি ক্যাম্পে বসবাসকালেও মেয়েকে মারধর করেন আল আমিন ।বিষয়টি নিয়ে ওই ক্যাম্পে তিনিঅভিযোগ দেন।তখন আর নির্যাতন করবে না মর্মে প্রতিশ্রুতি দেয় আল আমিন। মেয়ে মহিমা বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। আলা আমিন কয়েকদিন যাবত পুনরায় ২ লাখ টাকা দেওয়ার জন্য স্ত্রী কে চাপ প্রয়োগ করতে থাকে। মহিমা ওই টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে আল আমিন ও তার পরিবারের সদস্যরা মেয়েকে বেধড়ক মারধর করেন।এবং গর্ভের অনাগত সন্তানকে মেরে ফেলার হুমকি দেন।মোবাইল ফোনে মেয়ে বাবাকে বিষয়টি অবগত করেন। মহিমার বাবা বলেন,২৮ এপ্রিল মেয়েকে আমা বাড়িতে আনার জন্য আমার ২ সন্তান নিয়ে জামাই বাড়িতে যাই।তখন আল আমিন এর পরিবারের সদস্যরা আমাকে মারধর করার জন্য তেড়ে আসে।