বোরহানউদ্দিন ইউএনও’র উচ্ছেদ অভিযান

 

——————————–
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তারমাথা ও কুঞ্জেরহাট বাজারে অবৈধ খাল দখল ও বাজার সড়কের দু পাশে রাস্তা দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান চালায় । সরেজমিনে দেখা যায় কুঞ্জেরহাট বাজারের মেইন সড়কের দু পাশ এক শ্রেণির দখল বাজরা আইন কানুন এর তোয়াক্কা না করে অবৈধভাবে দখল করে দোকান তুলেন।এছাড়াও খালগুলো যে যার মতো করে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন।কেউ আবার কৃত্রিম বাধ দিয়ে মাছ চাষ করছেন।ফলে খালের পানির স্বাভাবিক গতি বিঘ্ন হচ্ছে।চাষিরা ইরিগেশন মৌসুমে পানির সমস্যায় তাদের স্বাভাবিক কাজ করতে পারছেন না।ফলে প্রভাব পড়ছে উৎপাদনে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা‘র নজরে আসে। জনসাধারণের সুবিদার্থে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে নির্বাহী কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ওই উচ্ছেদ অভিযান চালান তিনি। এসময় স্থানীয় কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব কাজী, বাজার ইজারাদার মোঃ তুহিন হাওলাদার ,আ‘লীগ নেতা বেলায়েত হোসেন, লিটন কাজী, টিপু মেম্বার, বাবলু হাওলাদার, করিম মেম্বার, স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। ইউএনওর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ হাজারো মাণুষ।