আসছে স্পর্শিয়ার ‘বন্ধন’

আবার বসন্ত পর এবারের কোরবানির ঈদে আসছে ‘বন্ধন’। যা ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দিয়েছেন এর পরিচালক অনন্য মামুন।

এ বিষয়ে নির্মাতা মামুন বলেন, ‘‘আসছে ঈদে ‘বন্ধন’ মুক্তি দিতে চাই। এরই মধ্যে ছবি মুক্তির বিষয়টি চূড়ান্ত করেছি। খুব শিগগিরই আমরা ছবির প্রচারণায় মাঠে নামবো। তিনি জানান গত সপ্তাহে ছবি সেন্সর বোর্ডে জমা দিয়েছেন।

এদিকে ছবিটি প্রসঙ্গে স্পর্শিয়া জানান, প্রায় দুই বছর আগে এর শুটিং হয়েছিল। দেশ ও নেপালের বিভিন্ন স্থানে এর কাজ হয়। এরপর অনেকটা সময় পর ছবিটি মুক্তির আলো দেখছে।

ছবির গল্প প্রসঙ্গে জানা যায়, পাঁচ বন্ধুর গল্প নিয়ে ‘বন্ধন’। আর এতে চরিত্র বৃষ্টির ভূমিকায় থাকবেন প্রশংসিত স্পর্শিয়া। তিনি ছাড়া আরও অভিনয় করেছেন শিপন, সাঞ্জু জন, তানিয়া, এ্যানি ও মিশা সওদাগর প্রমুখ। সাঞ্জু জনের বিপরীতে স্পর্শিয়া, শিপনের বিপরীতে এমি ও তন্ময়ের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী মৌমিতা।বন্ধন ছবির শিল্পীরা
ছবিতে দেখা যাবে, হঠাৎ পাঁচ বন্ধু নিখোঁজ হয়ে যায়। এ নিয়ে শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তাদের খুঁজে পেতে মরিয়া হয়ে উঠে তাদের পরিবার।