বিচারকের সামনে আসামির ছুরিকাঘাতে অপর আসামি নিহত

এবার কুমিল্লায় শুনানি চলাকালে বিচারকের সামনে আসামিকে ছুরিকাঘাতে হত্যা করেছে অপর আসামি। কুমিল্লায় ৩নং স্পেশাল কোর্টে হত্যা মামলার আসামি ফারুকের ছুরিকাঘাতে হাসান নামে অপর আসামি নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, হত্যা মামলার আসামি ফারুক অপর আসামি হাসানকে ছুরিকাঘাতে করে। নিহত হাসানের বাড়ি মনোহরগঞ্জ উপজেলায়। অভিযুক্ত ফারুক লাকসাম উপজেলার ঘোষপাড়া এলাকার অহিদুল্লার ছেলে।

ফারুক জানায় নিহত হাসানের কারণে ফারুক হত্যা মামলার আসামি হয়। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, এতো নিরাপত্তার মাঝেও আসামির ছুরি নিয়ে আদালতে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।