আয়তলোচনা

মোঃ আঃ কুদদূস

আয়তলোচনা হে!রূপসী অনিন্দ্যা,
বড় বড় দু’টি চোখে-
সন্ধ্যায় অবারিত অনুপম কেশে
অনবদ্য এই ভালোবাসার দেশে।

বড় বড় চোখের নিরব চাহনিতে
প্রকৃতির উদারতা ছড়ায়-
কেউ শুধু হেরিয়া সেই দুটি নয়ন
মুগ্ধতায় মমতা-করে অবলোকন।

চোখ ভরা মায়া, তৃষ্ণার কী ছায়া!
ক্ষণে ক্ষণে তা হেরিয়া-
কবিতার ছন্দে ভরপূর গোধূলিতে
সুখ খুঁজে কবি,অনাবিল চাহনিতে।

দূর- সুদূরে বসে, নিরব নিঃশ্বাসে
ঐ চোখের ভাষা খুঁজে-
তোমারই দু’নয়নের বর্ণালি পর্দায়
চোখ রাখি, তব চোখের ইশারায়।

কাজল কালো চোখের অনুরাগে
কত অচেনা চোখ হাসে-
যুগের ক্যানভাসে সেই মায়াবী চোখ
সুখে রাখে তারে-যার বুক ভরা দুঃখ।

শুভক্ষণে, মায়াবী চোখের নিমন্ত্রণে
শূন্য ভরা নিভৃত তটে-
দেখা হবে হয়তো এক নিস্তব্ধ প্রহরে,
চোখে চোখ রেখে, বিরাণ তেপান্তরে।

১১ জুলাই ২০১৯
ঢাকা।