বোরহানউদ্দিন ইউপিএস স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

আজ ২১ জুলাই ২০১৯ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা মৎস্য দপ্তর বোরহানউদ্দিন এর আয়োজনে উপজেলা প্রশাসন(ইউপিএস) স্কুলে “বোরহানউদ্দিনের অর্থনীতিতে মৎস্যই একমাত্র চালিকাশক্তি” শীর্ষক বিষয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন স্কুলের দুটি দল ( ছেলে-মেঘনা ও মেয়ে-তেতুলিয়া নামে) অংশগ্রহণ করে।

উক্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব এ.এফ.এম নাজমুস সালেহীন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা দপ্তর বোরহানউদ্দিন এর সহকারীবৃন্দ এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিযোগিতার বিষয়ে বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে তেতুলিয়া দলের সাইফুন নাহার প্রিয়া শ্রেষ্ট বক্তা হিসেবে নির্বাচিত হন।

প্রতিযোগিতায় বোরহানউদ্দিনের অর্থনীতিতে মৎস্যই একমাত্র চালিকাশক্তি এর বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে তেতুলিয়া (মেয়ে) দল বিজ্ঞ বিচারকমন্ডলির রায়ে বিজয়ী হন।

পরে প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দরা সকল প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করেন।