বোরহানউদ্দিনে চলছে নতুন ভোটারদের ছবি তোলার কাজ

স্টাফ রিপোর্টার
: সারাদেশের ন্যায় নতুন ভোটারদের হালনাগাাদ ও তথ্য সংগ্রহের পর ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শুরু হয়েছে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ সংগ্রহের কাজ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে উপজেলার সাচড়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ কার্যক্রমের শুরু হয়। গত ২২ জুলাই থেকে শুরু হওয়া উপজেলার ০৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ কার্যক্রম চলবে আগামি ২৭ জুলাই পর্যন্ত ।
উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা যায় ১ জানুয়ারী ২০০০ইং তারিখে বা তার পূর্বে যাদের জন্ম তারাই ভোটার হতে পারবেন। এছাড়া বয়স হওয়া সত্ত্বেও যারা বাদ পরেছেন। তারাও এবারের ভোটার হতে পারবে। তবে ছবি তুলতে আসা বেশ কয়েকজন জানান,প্রচারনার অভাবে অনেকেই এ কাজটি সম্পর্কে জানেন না।
নির্বাচন অফিসার মো: শহিদুল্লাহ এ অভিযোগ অস্বীকার করে বলেন,আমার তথ্য সংগ্রহকারীগন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন।এছাড়াও প্রত্যেক এলাকায় মাইকিং করা হয়েছে।