বোরহানউদ্দিনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

 

বোরহানউদ্দিন নিউজ ডেক্স :

ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালিত হয়েছে ৷

বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভোলা -২ আসনের এমপি আলী আজম মুকুল,এর পর বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন ও  শ্রেণী পেশার মানুষ ।

দিবসটি উপলক্ষে ওইদিন সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৷ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন এর সামনে থেকে আলী আজম মুকুল এমপির নেতৃত্বে  একটি শোক

র‍্যালী বের হয়ে পৌর বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়।

পরবর্তীতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয় ৷

সভায় প্রধান অতিথি , ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখা স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে  তার আদর্শ বুকে ধারণ করতে হবে। যে ব্যক্তি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন,দিয়েছেন একটি লাল সবুজের পতাকা,দিয়েছেন মুক্তির স্বাধীনতা সেই  মহান মানুষটিকে কতিপয় উচ্চ বিলাসী বিপথগামী সেনা অফিসার দেশী বিদেশি ষড়যন্ত্রে তাল মিলিয়ে এই মহান মানুষটিকে নির্মমভাবে হত্যা করেন।বিদেশিদের টার্গেট  ছিল বঙ্গবন্ধু বেচে থাকলে বাংলাদেশ স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে উঠবে।এটাই ছিল তাদের গাত্রদাহের কারণ।শিক্ষার্থীদের উর্দেশে তিনি বলেন, হ্রদয়ে বঙ্গবন্ধু কে বসাতে হবে।এ মহান মানুষটির চেতনাকে লালন করতে হবে। তবেই আদর্শিক মানুষ হিসাবে সমাজে আমরা পরিচিতি পাব।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এনামুল হক, ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে অথিতিবৃন্দ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও গাছের চারা বিতরণ করেন।

এছাড়াও বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজে কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন  অধ্যক্ষ হারুন অর রশিদ,উপাধ্যাক্ষ  সোহরাব হোসেন,প্রভাষক সাইদুজ্জামান,কামাল হোসেন,সাইফুল ইসলাম ও জাকির হোসেন প্রমুখ।