এবার বলিউডের ছবিতে জাকিয়া বারী মম

বোরহানউদ্দিন নিউজ : লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী জাকিয়া বারী মম। ছোটপর্দার তারকা হিসেবে আবির্ভূত হলেও ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে বড় পর্দায় সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এবার এই অভিনেত্রী পা রাখলেন বলিউডের ছবিতে!

বলিউডের ছবির নাম ‘ম্যাক্স কি গান’। ছবির পরিচালক সামির খান। ছবির গল্প লিখেছেন ফয়সাল সাইফ, তিনি এই ছবির সহ-প্রযোজক। তিনিই মম’র চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ম্যাক্স কি গান’-এর গল্প ১৬ বছর ধরে মাথায় নিয়ে ঘুরছি। অবশেষে এটা শুটিং ফ্লোরে। ছবির শুটিং শুরু হয়েছে ভুটানে। এই ছবিতেই সিবিআই অফিসার হিসেবে অভিনয় করছেন মম। ছবিতে তার নাম জাকিয়া খান।

এদিকে জীবনের প্রথম বলিউডে অভিনয়ের খবর ফেসবুকে জানিয়েছেন জাকিয়া বারী মম। তিনি ‘ম্যাক্স কি গান’ ও তার নিজের একটি ছবি দিয়ে লিখেছেন: আমার প্রথম হিন্দি ভাষার ছবি, শুটিং শুরু হলো ভুটানে।