মেঘমালা

মেঘমালা

মোঃ আঃ কুদদূস

ওহে মেঘমালা! উড়ে এসো আজি রাতে
ঢেকে দিও না মোর চাঁদমুখ তব ডানাতে
মোর প্রেমের মায়াবী মুখ রাঙায় জীবন
তুমি দিও না ঢেকে দিও না আজি রাতে।

এমনি রাতে ওহে মেঘমালা সাক্ষী থেকো
আমি চাই তাকে শুধু আর কিছু নাকো
শাওন রাতে বৃষ্টি ঝড়ে মনের ব্যথায়
ব্যথা ভুলিয়ে ভালোবাসা দাও এই হাতে।

ভালোবাসার রাতে কত যে কথা হয়
তবু সেই রাতে কত কী যে বাকি রয়
সেই রাত কোন দিন ফুরায় না জীবনে
এমন সুখের রাত সয় না এই কপালে।

ওহে মেঘমালা! দূর হতে দূরে, সরো তুমি
মায়া মমতায় ধন্য হবো এই রাতে আমি
প্রেমের ছোঁয়ায় বাঁচার সাধে হেরিব চাঁদ
যে চাঁদের জোৎস্না ছড়ায় ঐ চাহনিতে।

২০ আগস্ট ২০১৯
ঢাকা