গোবিন্দপুরে মৎস্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

গোবিন্দপুরে মৎস্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিন নিউজ

ভোলা বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ইউনিয়ন মৎস ব্যবস্থাপনা (FMC) কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ৷

শনিবার (২৪ আগস্ট) বিকাল ৩টার সময় স্থানীয় চাঁদ উদ্যান মডেল একাডেমী স্কুলের ক্লাশ রুমে সভাটি অনুষ্ঠিত হয় ৷
স্থানীয় ইউপি সদস্য ফয়েজ উল্লাহ মৃর্ধা এর সভাপতিত্বে এসময় কমিটির সাধারণ সম্পাদক সিরাজ হাং, মোজাম্মেল হক চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মামুন মাষ্টার, পেশ ইমাম মাওঃ মিজানুর রহমান, কামাল হাং, আনসার মেনাসহ স্থানীয় আড়ৎদার,বাজার কমিটির সদস্য, মহাজন, মাঝি, ভাগি, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিগণ নিয়ে গঠিত মৎস্য ব্যবস্থাপনা এর ২১ সদস্য বিশিষ্ট কমিটির সকলে উপস্থিত থাকেন ৷
এছাড়া এসময় ইকোফিশ প্রকল্পের সিএম.আব্দুল্লাহ ও মমিন উদ্দিন উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য, ইউএসএআইডির অর্থায়নে মৎস্য বিভাগ ও ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের সহযোগিতায় কোস্ট ট্রাস্টের বাস্তবায়নে মৎস্য ব্যবস্থাপনা কমিটির ২১ জন সদস্যদের নিয়ে সমন্বয় সভায় জেলেদের দক্ষ করে গড়ে তোলা যেখানে জেলে পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, বিকল্প কর্মসংস্থান, সামাজিক সমস্যা সমাধান, জেলে পরিবারের মধ্যে সরকারী বেসরকারী সকল সহযোগিতামূলক উপকরণ/অর্থ’র সু-সমবন্টন করার জন্য গ্রাম,ইউনিয়ন ও উপজেলায় যোগাযোগ ও সমন্বয় করা এই কমিটি অন্যতম দায়িত্ব ।
এছাড়া বিভিন্ন দিবস উদযাপন, নদীর পরিবেশ রক্ষা, জীববৈচিত্র রক্ষায় ভূমিকা রাখা, সহ-ব্যবস্থাপনায় সহযোগিতা করে নদীতে ছাড়াও কর্মসংস্থান নিশ্চিত করা এ কমিটির দায়িত্ব। যাতে তারা সরকারি আইন সঠিক ভাবে পালন করতে পারে উক্ত বিষয় নিয়ে সমন্বয় সভাটি আয়োজন করা হয় ।