শিক্ষাই পারে সমাজ কে বদলে দিতে— ইউএনও খালেদা খাতুন

শিক্ষাই পারে সমাজ কে বদলে দিতে— ইউএনও খালেদা খাতুন
বোরহানউদ্দিন নিউজঃ
একমাত্র শিক্ষাই পারে সমাজ কিংবা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে।আলোকিত বংলাদেশ গড়তে সবার আগে আমাদের সন্তানকে সুশিক্ষিত করতে হবে। এ গুরু দায়িত্ব সবার আগে শিক্ষকদের নিতে হবে।কারণ সমাজের অন্য মানুষের চেয়ে শিক্ষকদের মর্যদা কিংবা গ্রহণ যোগ্যতা শিক্ষার্থী কিংবা অভিভাবকদের কাছে অনেক বেশী।আর বর্তমান সরকার সুশিক্ষা নিশ্চিত করতে এবং নারী প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোচিং আর প্রাইভেট বানিজ্য প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষা র্থীদের সাথে মত বিনিময়ের ধারাবাহিকতায় শনিবার সকালে সরকারি আব্দুল জব্বার কলেজে, বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথ মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।তিনি দুঃখের সাথে বলেন,এক সময় সন্মানিত শিক্ষকগন শিক্ষা প্রতিষ্ঠান কে উপাসনালয় মনে করতেন।নিজেদের কে উজাড় করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ করতেন ।আর আজকে ওই শিক্ষকগনই শিক্ষাকে বানিজ্যিক পন্যে পরিনত করছেন।ক্লাসে ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করছেন।সরকারি নিয়ন নীতির তোয়াক্কা করছেন না।এটা চলতে পারে না।তিনি এ সময় ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রাইভেট বানিজ্য বন্ধের আহবান জানান।তিনি বলেন,এরপরও যদি কেউ সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ান তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি শিক্ষকদেরকে ক্লাসে
বাল্য বিবাহ,ইভটিজিং ও মাদকের কুফল সম্পর্কে অবহিত করার আহবান জানান। শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে স্টুডেন্ট কাউন্সিলিং সিস্টেম চালু করার কথা ও তিনি বলেন।