সুপারি চুরির দায়ে শিকলে বেঁধে শিশু নির্যাতন

বোরহানউদ্দিন নিউজ ঃ

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ডে সুপারি চুরির অপরাধে আলাউদ্দিন (১৪) নামে এক কিশোরকে তালাবদ্ধ করে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ডের কামাল এর ছেলে (আলাউদ্দিন) নিজ এলাকার প্রবাসী মোছলেউদ্দিন এর গাছের সুপারী চুরি করায় শিকল দিয়ে বেধে তালাবদ্ধ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে! এ নির্যাতন যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।
স্থানীয় সাংবাদিক নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা পুলিশ কে অবহিত করেন, পরে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও স্থানীয় ইউপি মেম্বার ঘটনাস্থলে গিয়ে শিশুটির উপর এই নির্যাতন দেখে হতবাক হয়ে যান।
পরে পুলিশ ও মেম্বার ছেলেটিকে উদ্ধার করেন ৷ তবে অভিযুক্তরা এখনো পলাতক রয়েছেন ৷