বাল্যবিয়ের দায়ে বরকে জরিমানা

বাল্যবিয়ের দায়ে বরকে জরিমানা

আশিক পণ্ডিত:উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর ৫ নং ওয়ার্ডের শিয়াল বাড়ি বাল্য বিবাহ প্রতিরোধে অভিযান পরিচালনা করেন। শুক্রবার রাতে তিনি এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্র জানায়, রাফিয়া বেগম (১৬) টবগী ইউনিয়নের দালালপুর ৫নং ওয়ার্ডের মোঃ আবু জাফর এর মেয়ের সাথে একই ইউনিয়নের মুলাইপত্তন ৯নং ওয়ার্ডের ফখরুল মাতাব্বর এর ছেলে আয়ূব(২৬) এর বিবাহ সম্পন্ন করা হয়।
শুক্রবার বিয়ের কোন আয়োজন ছিল না। তবে বিয়ের কার্যক্রম চলতি বছরের জানুয়ারিতে সম্পন্ন হয়েছিল। আজ বর পক্ষ কনেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল।

এসময় খবর পেয়ে নির্বাহি কর্মকর্তার নেতৃত্বে বোরহানউদ্দিন থানা পুলিশ এসআই মোঃ সরোয়ার,কনেস্টেবল অমিত কনের বাড়িতে অভিযান চালিয়ে বর এবং কনেকে আটক করেন। তবে ঘটনার সাথে বরের ভগ্নিপতি লিটন জড়িত।

উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, বরকে বাল্য-বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কাজি রুহুল আমিনসহ লিটনকে আইনের আওতায় আনা হবে।

তবে এবিষয়ে জানতে কাজী রুহুল আমিন ও লিটনকে ফোনে পাওয়া যায়নি।