বর্ণিল আতশবাজির আলোতে আলোকিত বোরহানউদ্দিন

গোলাম মাহমুদ শাওন/ মমিন/ সিয়াম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার প্রথম দিন শনিবারে রাতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ও বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ৮.৪৫ টায় সারা দেশের সাথে এখানেও আতশবাজি উৎসব পালিত হয়েছে।ফায়ার সার্ভিসের একটি টেকনিক্যাল দলের তত্ত্বাবধানে পর পর ৭০ টি আতশবাজি প্রজ্বালন করা হয়।রঙ্গ বেরঙ্গের বর্ণিল আলোয় আলোকিত হয়ে যায় উধ্বাকাশ।বোরহানউদ্দিনে এই প্রথম এ ধরনের অনুষ্ঠান হওয়ার পুরুষদের পাশাপাশি নারী সমাজের সরব উপস্থিতি ছিল।এছাড়াও বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে দাড়িয়ে এ মনোরম দৃশ্য মানুষ উপভোগ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী, আ’ লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার,অফিসার ইনচার্জ মুখ এনামূল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, বোরহানউদ্দিন উপজেলার সংবাদকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে বোরহানউদ্দিন উপজেলার শিল্পকলার শিক্ষাক- শিক্ষার্থীগন,বোরহানউদ্দিন থানার ওসি মুখ এনামুল হক,ভাইস চেয়ারম্যান মাহফুজার ইয়াসমিন বিভিন্ন ধরনের গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তুলেন।গান শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার ও সাটিফিকেট বিতরণ করেন অতিথি বৃন্দ।