বোরহানউদ্দিনে আরজু ব্রিকফিল্ড সহ মুরগীর ফার্ম গুড়িয়ে দিলেন ইউএনও বশির গাজী

বিনিউজ প্রতিবেদক
সরকারি বিধিবিধান কিংবা কোন নিয়মনীতির তোয়াক্কা না করে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে প্রভাবশালী জনৈক জসিম উদ্দিন অবৈধ ভাবে গড়ে তোলেন আরজু ব্রিকফিল্ড। জনবহুল এলাকায় অবৈধ এই ফিল্ড উচ্ছেদ করার জন্য বুধবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বশির গাজী অভিযান চালিয়ে গুড়িয়ে দেন ব্রিকফিল্ডটি। একই ইউনিয়নের হাওলাদার পাড়ায় অপর একটি গ্রুপ খাল দখল করে মুরগীর ফার্ম তৈরী করায় ওই ফার্ম ২টি উচ্ছেদ করা হয়। এ তথ্য সংশ্লিষ্ট দপ্তর সূত্রের।
বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃবশির গাজী জানান, কোন আইন কানুন এর তোয়াক্কা না করেই জনৈক জসিম কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামে অবৈধ ভাবে আরজু ব্রিকফিল্ড তৈরী করেন। যাতে জ্বালানী হিসাবে কাঠ ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে ওই ইউনিয়নের হাওলাদার পাড়া এলাকায় খাল দখল করে অপর একটি গ্রুপ ২টি মুরগীর ফার্ম গড়ে তুলেন। আজ এক অভিযানের মাধ্যমে অবৈধ ফিল্ডটি ও মুরগীর ফার্ম ২টি গুড়িয়ে দেওয়া হয়।
খাল দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।