দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরুস্কার বিতরণ

বিনিউজ প্রতিবেদকঃ
জয়া বালিকা আলিম মাদরাসার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরুস্কার বিতরণ ও নতুন বছরের ছবক এবং দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান প্রধান মাওলানা আব্দুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী বলেন,শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে মানব সম্পদ গড়া দুরূহ কাজ। আমাদের এ প্রজন্মকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হলে তাদেরকে ক্রীড়া, সাংস্কৃতি সব দিক দিয়ে অলরাউন্ডার করে তুলতে হবে।কারণ আমরা আজকের প্রজন্মের চোখে আগামী বিশ্বকে দেখতে চাই।আজকের প্রজন্ম আগামী দিনে নেতৃত্ব দিবে।তাই তাদেরকে জ্ঞান, বিজ্ঞান,ক্রীড়া,সাংস্কৃতি সব দিক দিয়েই আপডেট থাকতে হবে।এ সময় তিনি শিক্ষকদেরকে সরকারি বিধি অনুযায়ী একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য আহবান জানান।