নবজাতক কন্যার মৃত্যুতে বাবার আবেগঘন স্ট্যাটাস

নবজাতক কন্যার মৃত্যুতে বাবার আবেগঘন স্ট্যাটাস

এস.আই.সিয়াম/জেএম.মমিন,ভোলাঃ বিয়ের পর প্রত্যেক স্বামী-স্ত্রী চায় সন্তানের বাবা-মা হতে ৷ তবে এই আশা পূরণের ৪ দিনের মাথায় যদি নবজাতক সন্তানটি চলে যায় পরপারে তাহলে পিতা-মাতার কাছে এর চেয়ে বেদনাদায়ক কি আর হতে পারে? সদ্য ভূমিষ্ঠ হওয়া “তাসনীমা মাহমুদ” নাম রাখা এমনই এক নবজাতক কন্যা সন্তানের মৃত্যুর পর তার জন্য কেনা নতুন পোষাকের ছবি দিয়ে বাবার হৃদয়বিদারক ফেসবুক স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৷
নিচে তা হুবহু তুলে ধরা হলো: কে পড়বে এই পোশাক! মা তুই তো পোশাক না পরেই চলে গেলে😥জান্নাতি পোশাক পড়েই জান্নাতি পাখি হয়ে থাকিস😥তোর এই অদম বাবা মা কে একটু জান্নাতে নেওয়ার সুপারিশ করবি তো মা! তোকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলামরে মা! জানি মানুষের হাতে কোন ক্ষমতা নেই,তবুও 😥ডাক্তার বললো NICU তে নিলে তুই বেঁচে যাবি হয়তো।আমি অদম তাই করেছি মা! এই পৃথিবীতে তোকে একবার দেখেছি মাত্র।পরকালে দেখলে চিনবি তো তোর হতভাগা বাবাটাকে!? কতো সখ ছিলো নতুন পোশাক পড়িয়ে তোকে কোলে নিবো।ফুল এনেছিলাম তোকে বরণ করবো বলে😥😥😥এই ১০ বছর অপেক্ষার পর তোকে পেয়ে পুরো পরিবারে যেন আকাশ থেকে একখন্ড চাঁদ পেয়েছে😥 তোর দাদু তো এই খবর শুনে স্টোক করেছে! কাঁদতে কাঁদতে তোর হতভাগ্য বাবার চোখ এখন পানি শুন্য! মা’রে কোনভাবেই এই অশান্ত মনকে শান্ত করতে পারছি না।😥😥😥।
জানাযায়, ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা মাওলানা মোঃ রিয়াজ মাহমুদ এর ২য় কন্যা হিসেবে গত ২০ শে জানুয়ারী বিকাল ৫.২৩ মিনিটে ঢাকার একটি হাসপাতালে জন্ম নেয় নবজাতক কন্যা শিশুটি ৷ জন্মের পর অবস্থার অবনতি দেখে লাইফ সাপর্টে রাখা হয় ৷ এবং ২৩ জানুয়ারী বিকাল ৫.১৫ মিনিটের সময় ৪র্থ দিনের মাথায় মারা যায় শিশুটি ৷
এদিকে নবজাতক শিশুটি মারা যাওয়ার পর পরিবারে চলছে শোকের ছায়া ৷